tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৭ পিএম

বাংলা ভাষার সুর ও ছন্দে আজ বিশ্ব মোহিত : আবেদুর রহমান


WhatsApp Image 2023-02-16 at 19.59.11

বাংলাদেশ কালচার একাডেমি (বিসিএ) সভাপতি আবেদুর রহমান বলেন, বাংলা ভাষার সুর ও ছন্দে আজ বিশ্ব মোহিত। আলোকিত আদর্শের মুবাল্লিগ হিসেবে এদেশের শিল্পীরা ছড়িয়ে পড়েছেন দেশে বিদেশে।


ইসলামের সুমহান আদর্শকে তাদের সুললিত কণ্ঠের মাধ্যমে ভিন্ন জাতি ও ভাষার মানুষের কাছে তুলে ধরছেন তারা। ভুলের কালো পর্দা ছিঁড়ে ছড়িয়ে দিচ্ছেন আলোর প্রভা।

মেসেজ কালচারাল গ্রুপের সাবেক সেক্রেটারি শিল্পী মুহিবুর রহমানী এক্ষেত্রে যে অবদান রাখছেন এজন্য আমরা গর্বিত। আল্লাহ রাব্বুল আলামীন তার যোগ্যতা দক্ষতা আরো বাড়িয়ে দিন।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) লন্ডনস্থ মেসেজ কালচারাল গ্রুপের সাবেক সেক্রেটারি শিল্পী মুহিবুর রহমানীর ঢাকা সফর উপলক্ষে বাংলাদেশ কালচারাল একাডেমি এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচার একাডেমির সহ-সভাপতি শিল্পী তোফাজ্জল হোসাইন খান,সেক্রেটারি কথাসাহিত্যিক ইবরাহীম বাহারী ,সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আকরাম মুজাহিদ, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ , শিল্পী গোলাম মাওলা , কবি ইয়াকুব বিশ্বাস, শিল্পী মিরাদুল মুনিম ,শিল্পী শামিমুল হক , সাইমুমের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল কাদের জিলানী প্রমুখ! (প্রেসবিজ্ঞপ্তি)

এন