tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০ পিএম

শেষ মুহূর্তের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ


bd_u-20-bff

এশিয়া কাপে হারের পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এএফসি এশিয়া কাপ ২০২৫ এর বাছাইয়ে রোববার (২৯ সেপ্টেম্বর) ভুটান অনূর্ধ্ব-২০ দলকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।


এশিয়া কাপের বাছাইপর্বে আগের ম্যাচে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। বাছাইপর্বের স্বাগতিক ভিয়েতনামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। মাত্র চার মিনিটে দলকে লিড এনে দেন ফরোয়ার্ড আসাদুল মোল্লা। সুযোগ কাজে লাগিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলার যুবারা। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেন আসাদ-রাজুরা। যদিও আলোর মুখ না দেখায় এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে মারুফুল হকের শিষ্যরা আরও কিছু আক্রমণ চালায়। তবে, ৬৯ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে বাংলাদেশ। ডিফেন্ডার আসাদুল সাকিবের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় ভুটান। এরপর জমে ওঠে লড়াই। বাংলাদেশ অবশ্য বেশিক্ষণ সমতায় থাকতে দেয়নি প্রতিপক্ষকে।

ম্যাচের ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় মঈনুল ইসলাম গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময় রক্ষণভাগ আর কোনো ভুলে করেনি। শেষ পর্যন্ত এই স্কোরলাইনই হয়ে যায় ম্যাচের ফলাফল নির্ধারণী। বাংলাদেশ তুলে নেয় জয়।

এসএম