tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৪২ এএম

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪৬


34

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির খবরে এ কথা বলা হয়েছে।


প্রত্যন্ত অঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে। কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, সোমবার সিচুয়ান প্রদেশের কাঙডিঙ শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণপূর্বের ১০ কিলোমিটার গভীরে ৬.৬ তীব্রতার ভূমিকম্পটি আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, ইয়ান নগরীতে ১৭ জন মারা গেছেন। প্রতিবেশী গানজি এলাকায় মারা গেছেন ২৯ জন।

সিসিটিভি আরো বলছে, আরো ১৬ জন নিখোঁজ এবং ৫০ জন আহত হয়েছেন।
ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী চেংদুর ভবনগুলো কেঁপে ওঠে। কোভিডের কারণে এখানে কঠোর লকডাউন চলছে। লোকজনের ঘরের বাইরে বেরুবার অনুমতি নেই। ভূমিকম্পে ভিত হয়ে লোকজন বাড়ির সামনের উঠানে নেমে আসতে বাধ্য হয়।

এদিকে ভূমিকম্প আঘাত হানার পরও আরো কয়েকবার কম্পন অনুভূত হয়। ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে শতশত উদ্ধারকর্মী কাজ করছে। এছাড়া উদ্ধারকাজ আরো জোরদারে এক হাজার সৈন্য সেখানে পাঠানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং স্থানীয় কর্তৃপক্ষকে ‘জীবন রক্ষাকে’ অগ্রাধিকার দেয়া এবং দুর্যোগপ্রবণ এলাকা থেকে সকলকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ২০০৮ সালে আট তীব্রতার ভয়াবহ এক ভূমিকম্পে হাজার হাজার লোক প্রাণ হারান। ক্ষতির পরিমাণ ছিল অপরিমেয়। সূত্র : বাসস।

এইচএন