ভারতে নয়, বাংলাদেশে খেলবে পাকিস্তান?
Share on:
রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন নিজেদের মাঠে মুখ দেখাদেখি নেই ভারত ও পাকিস্তানের। পাকিস্তানের তরফে আগ্রহ থাকলেও ভারত রাজি নয়। তাই আইসিসির সর্বশেষ বোর্ডসভায় নতুন ‘প্রেশার কার্ড’ খেলেছে পাকিস্তান।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। পাকিস্তান নাকি বলে দিয়েছে, নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে বাংলাদেশে খেলতে চায় তারা। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, সমস্যার জট খুলতে আসন্ন এশিয়া কাপের মতো বিশ্বকাপেও ‘হাইব্রিড’ ভেন্যু বাছাইয়ের আলোচনা হয়েছে পাকিস্তান ও ভারতের ক্রিকেট প্রশাসকদের মধ্যে। এ মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী কমিটির সভা চলাকালে দুই দেশের বোর্ড বিষয়টি নিয়ে আলোচনা করেছে। যাতায়াত ও আনুষঙ্গিক সুবিধাদি বিবেচনায় বাংলাদেশকেই নাকি অগ্রাধিকার দিচ্ছে ভারত ও পাকিস্তান।
সে ক্ষেত্রে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের ঢোল বাজতে পারে বাংলাদেশেও। তবে এখনই সেই ঢোলে বাড়ি দিতে নারাজ নিজাম উদ্দিন, ‘আমাদের এমন কিছু এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাই কোনো মন্তব্য করতে পারছি না।’ তবে এটা অনুমেয় যে পাকিস্তানের সব ম্যাচ আয়োজনের সুযোগ পেলে পিছিয়ে যাবে না বিসিবি।
নিরপেক্ষ ভেন্যু ক্রিকেটে নতুন কিছু নয়। সন্ত্রাসী হামলার পর দীর্ঘ সময় নিরপেক্ষ ভেন্যুতে হোম সিরিজ আয়োজন করতে হয়েছে পাকিস্তানকে। আফগানিস্তান এখনো তৃতীয় কোনো দেশে খেলে। তবে পাকিস্তানে মহাসমারোহে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। এবারের এশিয়া কাপের পর ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিরও আয়োজক পাকিস্তান।
কিন্তু এশিয়া কাপ যে শেষ পর্যন্ত পাকিস্তানেই হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। পাকিস্তান সফরের ব্যাপারে ভারত আগের অবস্থানে অনড়। সেই থেকে পাকিস্তানের তরফে হুমকি দেওয়া হচ্ছিল যে ভারত না এলে পাকিস্তানও বিশ্বকাপে দল পাঠাবে না। এই অনিশ্চয়তার মাঝে উঠে আসে ‘হাইব্রিড ফর্মুলা’। এশিয়া কাপ পাকিস্তানেই হবে। তবে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তৃতীয় কোনো দেশে। সেটি এখনো চূড়ান্ত হয়নি। তার আগে একই ফর্মুলায় বিশ্বকাপ আয়োজনে জুড়ে গেছে বাংলাদেশের নাম। যদিও শেষমেশ কী হয়, সেটি সময়ই বলবে।
এবি