tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৬ মে ২০২৪, ১০:০০ এএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া


indoneshia_earthquake_20240506_083049327

৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। রোববার (৫ মে) দেশটির ওয়েস্ট পাপুয়া অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।


ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প আঘাত হানার পরই আতঙ্কিত হয়ে লোকজন বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম পাপুয়ায় ফাকফাক এলাকার ১৫৩ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১২.১ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক অবস্থার কারণে মাধেমধ্যেই এশিয়ার বৃহত্তম দ্বীপ দেশটিতে ভূমিকম্প, অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটে থাকে। গত মাসের শেষের দিকেও ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া।

এনএইচ