tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ২৯ মার্চ ২০২২, ১৯:৪০ পিএম

করোনায় আজও ১ মৃত্যু


Covid-19

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে রও ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ


এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জনে। এর আগে গতকাল সোমবার চারদিন পর করোনায় একজনের মৃত্যু হয়। ওই দিন করোনা শনাক্ত হয় ৮১ জনের।

মঙ্গলবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের ৮৭৯টি পরীক্ষাগারে ৯ হাজার ২৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৩ জনের নমুনা। করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ছয় হাজার ৫৬৪টিতে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৭৪৭ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জনে।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনারোগী শনাক্ত হয়। আর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

এইচএন