tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২২, ০৯:৪৪ এএম

বিশ্বজুড়ে কমেছে করোনা শনাক্ত ও মৃত্যু


করোনা

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৫৯ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৬০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ৪২০ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় আড়াই ’শ জন।


সোমবার (১০ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে , বিশ্বে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ১৪৪ জন। আর মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬০ হাজার ৯০৮ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭ জনের এবং শনাক্ত হয়েছে ৫ হাজার ৮২৬ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১ হাজার ৮০১ জন এবং মৃত ১৫ জন। ইতালিতে আক্রান্ত ৩৪ হাজার ৪৪৩ জন এবং মৃত্যু ৪১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪৪ হাজার ৫৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। জাপানে মৃত ৫৭ জন এবং আক্রান্ত ২২ হাজার ৭৯৬ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৪২ হাজার ৬২৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন এবং মৃত্যু হয়েছে ১০২ জনের। একই সময়ে চিলিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪২৮ জন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৫৪ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

এন