খুলনার বিপক্ষে রংপুরের সংগ্রহ ১২৯
Share on:
চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুর রাইডার্সের। কোনো রান না করেই ফিরে যান ওপেনার রনি তালুকদার। এরপর পারভেজ হোসেন ইমন থিতু হয়েও পারেননি ইনিংস বড় করতে। ফিরে যান ২৫ রান করে।
এরপর দলের শেখ মেহেদী ছাড়া ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি রংপুরের কোনো ব্যাটার। এরপর নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে ১২৯ রান।
বরাবরের মতো ব্যাট হাতে এদিনও রান পাননি নাইম শেখ। করেছেন মাত্র ১৩ রান। দলের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান এদিন না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করছেন শোয়েব মালিক। তবে দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই হয়েছেন ব্যর্থ, ফিরে গেছেন ৯ রান করে।
আজমউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাওয়াজ শামীম পাটোয়ারি রান পাননি কোনো ব্যাটার। ফিরেছেন সিঙ্গেল ডিজিটেই। শেষ দিকে রাকিবুল হাসানের ১২ রানে ১২০ রানের ইনিংস পার হয় রংপুরের। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ। এছাড়া ৩ উইকেট নিয়েছেন আমাদ বাট।
এমআই