tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৯ পিএম

প্যারিস অলিম্পিকের ভলিবলের বাছাই কক্সবাজারে


9

আগামী বছর প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসর অলিম্পিক। সেই অলিম্পিকের এশিয়ান পর্বের বাছাই অনুষ্ঠিত হবে বাংলাদেশের কক্সবাজারে। আগামী ৮-১১ সেপ্টেম্বর কক্সবাজারের কলাতলী বিচে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


অলিম্পিক গেমসের বাছাইপর্ব বাংলাদেশে আয়োজন নিয়ে আজ (শুক্রবার) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। জমকালো সেই অনুষ্ঠানে অলিম্পিকের বাছাই প্রক্রিয়া নিয়ে তেমন আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুলের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ‘ছেলে-মেয়ে উভয় বিভাগ থেকে একটি করে দল প্যারিস অলিম্পিকে খেলবে। বিচ ভলিবলে দুই জনে একটি দল। তাই ইরান ও ভারতের পাশাপাশি বাংলাদেশেরও একাধিক দল অংশগ্রহণ করবে।’

সকালে লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আয়োজনের দিকগুলোই ফেডারেশনে কর্মকর্তারা বেশি আলোকপাত করেছেন। অলিম্পিকে বাছাইয়ের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে তেমন কিছু বলা হয়নি। তবে ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সামনে বিচ ভলিবলকে বিশেষভাবে গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন, ‘ইনডোর ও বিচ ভলিবলের খেলোয়াড় ভিন্ন হয়। বিচ ভলিবলে মাত্র দুই জন খেলোয়াড়। আমরা বিচ ভলিবলের জন্য আলাদাভাবে ক্যাম্প করব। বিচ ভলিবলে আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে।’

বাংলাদেশ ভলিবলের জন্য অলিম্পিকের বাছাই খুব গুরুত্বপূর্ণ। তাই সভাপতি আতিকুল ইসলাম সবাইকে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো অলিম্পিক বাছাই অনুষ্ঠিত হচ্ছে (ফুটবলেও আঞ্চলিক বাছাই হয়েছে) এই বাছাইপর্ব অন্য দেশে আয়োজনের কথা ছিল। আমরা অনেক দৌড়-ঝাপ করে বাছাইপর্ব কক্সবাজারে এনেছি। আমাদের সকলের প্রচেষ্টায় এখন এই টুর্নামেন্ট সফল করতে হবে। কক্সবাজার বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত। এই টুর্নামেন্টের মাধ্যমে সেটা বিশ্বে তুলে ধরার চেষ্টা করব।’

আন্তর্জাতিক বিচ ভলিবলের দুটি টুর্নামেন্ট একসঙ্গে কক্সবাজার সমূদ্র সৈকতে অনুষ্ঠিত হবে। দুটি টুর্নামেন্টের নামই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হয়েছে। ৮ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু এভিসি বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপ প্রথম পর্বের খেলা। সেখানে পুরুষ বিভাগে ভুটান, ভারত, ইরান, কাজাখস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ এবং মেয়েদের বিভাগে ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ অংশ নেবে।

একই ভেন্যুতে ১৩-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু সিএভিএ বিচ ভলিবল টুর্নামেন্ট। এখানে পুরুষ বিভাগে ভুটান, ভারত, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ এবং মেয়েদের বিভাগে খেলবে ভারত, কিরগিজস্তান, পাকিস্তান, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। আজ সকালে অনুষ্ঠিত লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সভাপতি আতিকুল ইসলামের পাশাপাশি সিনিয়র সহসভাপতি মো. ইউনুস, সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকুসহ ফেডারেশন এবং স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবি