tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৬ জানুয়ারী ২০২২, ১৭:৪১ পিএম

২ মাদ্রাসা শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ


বিএসএফ.jpg

দিনাজপুর জেলার হিলি সীমান্ত এলাকা থেকে আরাফাত হোসেন শান্ত (১৫) ও রুহুল আমিন (১৩) নামের দশম ও অষ্টম শ্রেণির দুই মাদরাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ।


দিনাজপুর জেলার হিলি সীমান্ত এলাকা থেকে আরাফাত হোসেন শান্ত (১৫) ও রুহুল আমিন (১৩) নামের দশম ও অষ্টম শ্রেণির দুই মাদরাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

এদিকে বিএসএফের নিকট ওই দুইজনকে ফেরত চেয়েছে বিজিবি। তারা দুজনে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট গ্রামের বাসিন্দা।

আজ রোববার (১৬ জানুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার ১০এস এর বালুরচড় নামক এলাকার ভারত অংশ থেকে তাদের আটক করে করে নিয়ে যায় বিএসএফ।

রুহুল আমিন আনোয়ার হোসেনের ছেলে ও আরাফাত হোসেন আরমান আলীর ছেলে। তারা উপজেলার আলীহাট গাজী আমেনিয়া দাখিল মাদরাসা ছাত্র।

আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদরাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানের জন্য হিলি স্থলবন্দরে টিকা কেন্দ্রে আসি।

টিকা নেওয়া শেষে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল তারা হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের দিকে বেড়াতে আসে।

বেড়ানোর এক পর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে সীমান্তের কাছে আসলে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।

এদিকে ওই দুই স্কুল ছাত্রকে ফেরত চেয়ে হিলি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে।

এইচএন