tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলাধুলা প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২৩, ২০:৩৭ পিএম

মিরপুরের পিচকে ডিমেরিট পয়েন্ট দিলো আইসিসি


mirpur-20231212191222

মিরপুর শেরে বাংলায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’রেটিং দিয়েছে আইসিসি। সেইসঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।


আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুনের রিপোর্টের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ম্যাচ অফিসিয়াল এবং দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেন বুন।

এরই মধ্যে রিপোর্টের কপি বাংলাদেশকে ক্রিকেট বোর্ডকে (বিসিবি) হস্তান্তর করেছে আইসিসি। বোর্ড চাইলে ১৪ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

আইসিসির পিচ এবং আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়া মেনে যদি কোনো পিচ বা আউটফিল্ডের স্ট্যান্ডার্ড ঘাটতি মনে করা হয়, তবে ওই ভেন্যু ডিমেরিট পয়েন্ট পায়।

যদি পিচ এবং আউটফিল্ড অসন্তোষজনক হয়, তবে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। অন্যদিকে পিচ এবং আউটফিল্ড আনফিট হলে তিনটি ডিমেরিট পয়েন্ট।

ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকে পাঁচ বছর পর্যন্ত। যদি কোনো ভেন্যু এই সময়ের মধ্যে ছয়টি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পায়, তবে এক বছর সে ভেন্যু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞায় পড়বে।

যদি এই সময়ের মধ্যে দ্বিগুণ অর্থাৎ ১২টি ডিমেরিট পয়েন্ট পায় কোনো ভেন্যু, তবে দুই বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না।

এসএম