tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৩, ১৯:০৯ পিএম

কঙ্গোতে ভূমিধস, ১৩ শিশুসহ নিহত ২০


f2

মধ্য আফ্রিকান দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ভূমিধসে ১৩ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু। এই ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।


সোমবার (৩ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রাদেশিক সরকার ও স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে ভূমিধসের পর অন্তত ২০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

বৃহত্তর মাসিসি অঞ্চলের সুশীল সমাজের নেতা ভলতেয়ার বাটুন্ডি বলেছেন, কাপড় ধোয়া এবং রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করার সময় গত রোববার বোলোয়ার এলাকায় একটি নদীতে ভূমিধসের ঘটনা ঘটে এবং পরে ৮ নারী ও ১৩ শিশুর মৃতদেহ পাওয়া গেছে।

এই ঘটনায় একজন বেঁচে গেছেন এবং তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভলতেয়ার বাটুন্ডি ফোনে রয়টার্সকে বলেন, ‘আমরা মনে করি কাদায় এখনও অন্য লাশ রয়েছে।’

প্রসঙ্গত, বৃহত্তর মাসিসি অঞ্চলটি কঙ্গোর নর্থ কিভু প্রদেশের অন্তর্গত। এই প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, ভূমিধসের পর সোমবারও সেখানে অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত ছিল। প্রাদেশিক বিবৃতিতে মৃতের সংখ্যা ২০ বলে জানানো হয়েছে।

এন