ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে চায় রাশিয়া : লাভরভ
Share on:
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রোববার বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে চায় রাশিয়া। কিন্তু বিষয়টিতে কালক্ষেপণ করা হচ্ছে, এতে করে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।
রোশিয়া টিভি-১কে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, নিম্ন কক্ষ দুমার সদস্যদের কাছে রাশিয়ার অবস্থান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট বৈঠকে অংশগ্রহণকারীদের বলেছেন, আমরা আলোচনা করতে অপরাগতা জানাচ্ছি না, কিন্তু যারা আলোচনা করতে চায় না তাদের বোঝা উচিত এটি যত সময় নেবে, আমাদের সঙ্গে আলোচনা করতে এটি ততই কঠিন হয়ে যাবে।
এদিকে রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে। শুরুতে বেশ কয়েকবার বৈঠকে বসেন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা। কিন্তু অজানা কারণে সেটি বন্ধ হয়ে যায় এবং গত পাঁচ মাসে তাদের মধ্যে আর কোনো আলোচনায় হয়নি। সূত্র: টাস নিউজ
এমআই