tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
টাইম ফোকাস প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২২, ২০:৩৭ পিএম

ইতিহাসের এই দিনে : জেলহত্যা দিবস


63

আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।


পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর ) ১৯ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ৭ রবিউস সানি, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৯৭৫ বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ব্রাশ ফায়ার করে মর্মান্তিকভাবে হত্যা করা হয়।

১৪৯৩ ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকা আবিষ্কার করেন।

১৯০৩ মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯২৮ তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করে।

১৯৫৭ লাইকা নামের একটি কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক-২ মহাশূন্যে পাঠানো হয়।

জন্মদিন :

১৮৬৬ দীনেশচন্দ্র সেন, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার।

১৮৯৭ আবুল কালাম শামসুদ্দীন, সাহিত্যিক ও সাংবাদিক।

১৯৩৩ অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ।

১৯৮৭ গেমমা ওয়ার্ড, তিনি অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী।

১৯৯৫ কেন্ডাল জেনার, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।

মৃত্যুবার্ষিকী :

১৯৭৫ তাজউদ্দীন আহমদ, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।

১৯৭৫ সৈয়দ নজরুল ইসলাম, তিনি ছিলেন বাংলাদেশী রাজনীতিবিদ।

১৯৭৫ মোঃ মনসুর আলী, তিনি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৭৫ আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।

দিবস :

জেলহত্যা দিবস (বাংলাদেশ)।

এন