জাতীয়
প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২৩, ১৬:০১ পিএম
ব্যবসায়ীদের দ্বন্দ্বে আগুন কি না, খতিয়ে দেখা হচ্ছে
Share on:
রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) এফডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা জানান।
তিনি বলেন, বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণে আগুন লাগে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণও ফায়ার সার্ভিস তদন্ত করছে।
এছাড়া ফায়ার সার্ভিসের অফিসে হামলা পূর্বপরিকল্পিত দাবি করে কমিশনার বলেন, ফায়ার সার্ভিসের কর্মী ও কার্যালয়ে হামলায় অংশ নেওয়া ১১ জনকে আটক করা হয়েছে। তাদের উদ্দেশ খতিয়ে দেখা হচ্ছে।
গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। এতে প্রায় পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এবি