বৃষ্টিতে থামলো দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাণ্ডব
Share on:
শুরুতেই অধিনায়ক টেম্বা বাভুমাকে তুলে নিলো বাংলাদেশ। তারপরও দক্ষিণ আফ্রিকার রানের গতি থামানো গেলো না। রাইলি রুশো আর কুইন্টন ডি কক রীতিমত ঝড় বইয়ে দিলেন তাসকিন-মিরাজদের ওপর দিয়ে।
কেউই বল হাতে নিয়ে প্রোটিয়াদের ব্যাটিং তাণ্ডব থামাতে পারছিলেন না। এমন সময়ে ঝরঝরিয়ে নামলো বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে।
৫.৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৬০ রান। রাইলি রুশো ১৭ বলে ৩৫ আর কুইন্টন ডি কক ১২ বলে ২১ রানে অপরাজিত আছেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসভাগ্য সহায় হয়নি সাকিব আল হাসানের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
তাসকিন আহমেদ বল হাতে ইনিংসের সূচনা করেন। প্রথম ওভারের শেষ বলে তিনি দুর্দান্ত সুইংয়ে পরাস্ত করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে।
বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়েন বাভুমা (২)। দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা।
চাপ বাড়াতে পরের ওভারেই অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে আক্রমণে নিয়ে আসেন সাকিব আল হাসান। মিরাজ অবশ্য খুব একটা ভালো করতে পারেননি, ওভারে দেন ৮ রান।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে আরও একটি উইকেট পেতে পারতেন তাসকিন। রাইলি রুশোর শট খেলার চেষ্টায় বল উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়লে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আলট্রাএজে দেখা যায়, রুশোর ব্যাটে বলের স্পর্শ লাগেনি।
কিন্তু দারুণ শুরুর পর ওই ওভারটি ভালো কাটেনি তাসকিনের। টানা দুই নো-বলসহ তিন চার আর এক ছক্কা হজম করে ওভারে দেন ২১ রান।
এমআই