কাঙ্ক্ষিত বাউফলের জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে : ড. মাসুদ
Share on:
বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল ফাউন্ডেশন পটুয়াখালীর তরফে বিশুদ্ধ সুপেয় পানির নিশ্চয়তায় গভীর নলকূপ স্থাপন করে বলেন, বাউফলের ভাগ্য উন্নয়নে সৎ, যোগ্য ও বিশুদ্ধ নেতৃত্ব নির্বাচনে জনগণকে এগিয়ে আসতে হবে। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা গেলে সমাজ দেশ সুস্থ ও নিরাপদ থাকবে।
সোমবার বাউফল ফাউন্ডেশনের তরফে নলকূপ স্থাপনের পর উপস্থিত এলাকাবাসীকে লক্ষ্য করে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, ‘মানবতার কল্যাণের জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বাউফল ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করে আসছে। আজ এখানে আমরা নতুন করে সাধারণ মানুষের সুপেয় পানি প্রাপ্তির কথা চিন্তা করে একটি গভীর নলকূপ বা টিউবওয়েল স্থাপন করেছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ বলেছেন, ‘তোমরা যে আমার দেয়া পানির পান করো, তা কি একটি বার চিন্তা করে দেখেছ? এই পানিটা তোমরা কোথায় পাও, কে তোমাদেরকে এটা সরবরাহ করেন।’ আপনারা জানেন মাটির কতগুলো স্তর নিচে গিয়ে নলকূপের মাধ্যমে এই বিশুদ্ধ পানি উঠে আসে। আল্লাহ তায়ালা তার নিজস্ব কুদরতে ঝাকুনি দিয়ে এটা বান্দার জন্য বিশুদ্ধ করে দেন। কতো শত ময়লা আবর্জনাকে ঝাকুনি দিয়ে পরিষ্কার করে মহান আল্লাহ আমাদের কাছে নিরাপদ এই বিশুদ্ধ পানি তুলে দিয়েছেন। মানুষ হিসেবে চিন্তা করুন, সেই আল্লাহর বিধান মানলে আমাদের প্রিয় বাউফল কি সুন্দর বিশুদ্ধ হবে না, সেই আল্লাহর বিধান মানলে আমার পরিবার বিশুদ্ধ হবে, সেই আল্লাহর বিধান মানলে আমাদের বাংলাদেশ বিশুদ্ধ হতে বাধ্য। সেই বিধান মানলে আমাদের সন্তান, স্ত্রী, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন বিশুদ্ধ পরিচ্ছন্ন হতে অবশ্যই বাধ্য। আমি আপনাদের একজন ভাই হিসেবে একটা আবেদন করি, আমাদের বাউফলে যত বেশি সুন্দর রাস্তা ঘাট দরকার, যত বেশি বিশুদ্ধ পানি দরকার, প্রয়োজনীয় সামগ্রী দরকার, এর চেয়েও বেশি বিশুদ্ধ ভালো মানুষ দরকার কিনা? আমাদের সমাজে এখন যত বেশি বিশুদ্ধ পানির সঙ্কট তারচেয়ে বেশি সঙ্কট বিশুদ্ধ ভালো উত্তম মানুষের। সমাজ থেকে দিনে দিনে বিশুদ্ধ ভালো মানুষ কমে যাচ্ছে। এর ফলে এত কিছু থাকার পরেও আমরা নানা সঙ্কটে ভুগছি। একটা টিউবওয়েল পেতে এখানে ছয় মাস লেগে গেছে। মানুষের প্রয়োজন পূরণে আমরা যেসব নেতা নির্বাচন করি, মেয়র, চেয়ারম্যান নির্বাচন করি, মেম্বার নির্বাচন করি তাদের মাত্র ছয় সেকেন্ডের অনুমতিতে একাজ হওয়া সম্ভব ছিল। বুঝা যায় বিশুদ্ধ চিন্তা করার লোক সমাজে প্রতিষ্ঠিত নেই। পৃথিবীর সকল নেয়ামতের মালিক মহান আল্লাহ তায়ালা। এখানে তার তরফে অনুমোদন হয়তো আমার মতো সামান্য ছোট মানুষকে তিনি দিয়েছেন, তাই একটি নলকূপ বা টিউবওয়েল এখানে স্থাপন করতে পেরেছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম খান এবং অধ্যাপক খালিদুর রহমান, ছাত্র প্রতিনিধি, মেহেদী হাসান, সাংবাদিক নেতা আসাদুজ্জামান সোহাগ, হাফেজ আবু জর, বাউফল ফাউন্ডেশনের ছাত্র উপদেষ্টা মো. আলামিন, সিদ্দীকুর রহমান, হাফেজ আরিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী। প্রেস বিজ্ঞপ্তি
এমআই