tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৭ জুন ২০২৩, ১৮:৫৯ পিএম

নেইমারকে দলে ভেড়াতে চায় চেলসি!


৩

লিওনেল মেসির পিএসজি ছাড়া প্রায় নিশ্চিত। এদিকে পিএসজিও আরেক তারকা ফুটবলার নেইমারকে ছেড়ে দিতে প্রস্তুত। বার্সা ছেড়ে প্যারিসে আসার পর থেকে নিয়মিত ইনজুরি সঙ্গী নেইমারের। যে কারণে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে পিএসজি কর্মকর্তারাও। নেইমারকে ছেড়ে দেয়ার চিন্তা তাদের বহু আগের।


এরই সুযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব নেইমারকে পেতে দৌড়-ঝাঁপ শুরু করে দিয়েছে। আগে শোনা গিয়েছিলো ম্যানচেস্টার সিটি কিনতে পারে নেইমারকে। এখন শোনা যাচ্ছে, ম্যানসিটি নয় চেলসি কিনতে চায় ব্রাজিলিয়ান এই তারকাকে। পিএসজির সঙ্গে তার ট্রান্সফারের বিষয়ে আলোচনা শুরু করতে চায় বলে জানা যাচ্ছে ইউরোপিয়ান মিডিয়া থেকে।

গত মৌসুমে খুবই বাজে সময় কাটিয়েছেন নেইমার। সব মিলিয়ে পিএসজির হয়ে খেলেছেন ২৯ ম্যাচ। গোল করেছেন ১৮টি। অ্যাসিস্ট করেছেন ১৭টি। গোড়ালির ইনজুরির কারণে গত ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে তিনি। এরই মধ্যে টানা ইনজুরি আর ক্লাবের সিদ্ধান্ত, কিছু হাই প্রোফাইল নামকে বাদ দেয়ার, যে কারণে পিএসজি ছাড়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে নেইমারের।

একদিকে মেসি চলে যাবে, অন্যদিকে নেইমারকেও ছেড়ে দেয়া হবে। যে কারণে, পিএসজি চোখ দিয়েছে ম্যানসিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভার দিকে। স্প্যানিশ মিডিয়াগুলো বলছে, চেলসির পক্ষ থেকে পিএসজির কাছে একটি ‘ভালো মূল্যে’র কথা বলা হচ্ছে। ২০১৭ সালে বার্সা থেকে ২০২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে কিনেছিলো পিএসজি।

গত মৌসুমটি সবচেয়ে বাজেভাবে কাটিয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে তারা হয়েছে ১২তম। স্মরণাতীতকালে এতটা বাজে পারফরম্যান্স করেছে কি না সন্দেহ। যে কারণে, এরই মধ্যে নতুন কোচ নিয়োগের ঘোষণা দিয়েছে চেলসি। পিএসজির সাবেক আর্জেন্টাইন কোচ মউরিসিও পোচেত্তিনোকে নিয়োগ দিয়েছে তারা।

এমআই