পুলিশ জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে: আইজিপি
Share on:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করতে সবধরনের কাজ করছে পুলিশ। পুলিশ জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
রোববার (২৭ আগস্ট) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনস ড্রিল শেডে সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময় সভায় তিনি একথা বলেন।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ আহত হলে পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হবে। একইসঙ্গে পুলিশের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় প্রস্তুত পুলিশ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে পুলিশ লাইনস চত্বরে একটি ক্রিসমাস ট্রি রোপণ করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এমআই