সমৃদ্ধ দেশ গড়তে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে
Share on:
নূরুল ইসলাম বুলবুল বলেন, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে আজ অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সৎ ও মেধাবী যুবকেরা জেগে উঠেছে বলেই স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারছে না। দেশের বিজয় উদযাপন তখনই স্বার্থক হবে যখন জনগণ তার ন্যায্য সকল অধিকার ফিরে পাবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদযাপন ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে হাজারীবাগ উত্তর থানা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য যুবনেতা কামাল হোসাইন, হাজারীবাগ উত্তর থানা আমীর আব্দুর রহমান, হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী অকন্দ, এ্যাড. জোবাইদুর রহমান বাবু, মাহফুজ আলম, শহিদুল ইসলাম সোহেল, মুহা.সোহেল, মামুন আলী প্রমূখ।
শতশত দর্শকের উপস্থিতিতে বিজয়ী ফুটবলারদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। মাসব্যাপি টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে আজ অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সৎ ও মেধাবী যুবকেরা জেগে উঠেছে বলেই স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারছে না। দেশের বিজয় উদযাপন তখনই স্বার্থক হবে যখন জনগণ তার ন্যায্য সকল অধিকার ফিরে পাবে।
মানুষ যখন তার মতপ্রকাশের অধিকার, ভোটের অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থানের অধিকার রাষ্ট্রীয় ভাবে ফিরে পাবেন তখনই কেবল দেশের স্বাধীনতা ও বিজয় স্বার্থকতা পাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের বসবাসের জন্য আমরা একটি নিরাপদ কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই। সে লক্ষ্যে নৈতিকতা সমৃদ্ধ যুব সমাজ গঠন করতে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর ডাকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত্ব আহবান জানান। ( প্রেস বিজ্ঞপ্তি)
এইচএন