tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৬ মার্চ ২০২৪, ২০:৪৪ পিএম

১০ ঘণ্টায় সারাদেশে ট্রেনের সাড়ে ৪৩ হাজার টিকিট বিক্রি


railway-20240326202246

একদিন বিক্রি হয়েছে আগামী ৫ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট। এ কার্যক্রম শুরুর ১০ ঘণ্টায় সারাদেশে প্রায় সাড়ে ৪৩ হাজার টিকিট বিক্রি হয়েছে।


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ সকাল ৮টা থেকে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় সারাদেশে প্রায় দেড় লাখ টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ৪৩ হাজার ৪৮৩টি। এছাড়া ঢাকা থেকে সাড়ে ৩৩ হাজার টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ২৭ হাজার ২০২টি।

আরও জানায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ৯৫ লাখ ১০ হাজার টিকিট প্রত্যাশী ওয়েবসাইটে হিট করেছেন। এসময় বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য ৪৬ লাখ ৬০ হাজার টিকিট প্রত্যাশী ওয়েবসাইটে হিট করেন।

এমএস