বিজয় দিবসের আলোচনা সভা থেকে ১৩ জনকে গ্রেফতারে নিন্দা জানালেন বুলবুল
Share on:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন,রাজধানীর কদমতলীর মোহাম্মদ বাগ আবাসিক এলাকা থেকে গতকাল ১৬ই ডিসেম্বর রাতে মহান বিজয় দিবসের আলোচনা সভা থেকে ১৩ জনকে গ্রেফতার করে কদমতলী থানা পুলিশ।
রবিবার(১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নূরুল ইসলাম বুলবুল বলেন, রাজধানীর কদমতলীর মোহাম্মদ বাগ আবাসিক এলাকা থেকে মহান বিজয় দিবসের আলোচনা সভা থেকে ১৩ জনকে গ্রেফতার কদমতলী থানা পুলিশ। আমি এই অন্যায় গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গ্রেফতার করে, মামলা দিয়ে, জুলুম-নির্যাতন ও দমন-পীড়ন চালিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
তিনি বলেন, আওয়ামী সরকার ফ্যাসিস্ট ও বাকশালী কায়দায় দেশে দুঃশাসন চালাচ্ছে। আজ দেশে মানুষের ভোটের অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, সভা সমাবেশ করারও অধিকার নেই।
১৬ ডিসেম্বর জাতি বিজয় দিবস উদযাপন করছে অথচ বিজয়ের এই দিনেও আওয়ামী সরকার বিজয় দিবসের আলোচনা সভা থেকে জনগণকে গ্রেফতার করছে। যা সরকারের চরম ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের চরম দমন নিপীড়নে বিরোধী দলের নেতাকর্মীরা আজ ঘর ছাড়া।
১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষের সাথে যে অন্যায় আচরণ করেছে, আওয়ামী সরকার গত ১৫ বছরে তার চেয়েও অনেক বেশি গুম, খুন, হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন করেছে। জনগণ এই অবস্থা থেকে মুক্তি চায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, এমনিতেই চলমান প্রতিরোধ আন্দোলনে সরকারের কোমর ভেঙ্গে গেছে। এখন এই ভীত সরকার বেসামাল হয়েই যত্রতত্র গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সরকারের অন্যায় তাবেদারির পরিবর্তে দেশ ও জনগণের পক্ষে ভূমিকা পালনের আহ্বান জানান।
একইসাথে সরকারের জুলুম-নির্যাতন, গ্রেফতার এবং অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে চলমান গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি ঢাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি