tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৩, ১৮:৫৪ পিএম

সিকিমে ব্যাপক তুষারধস, নিহত ৭


00

ভারতের সিকিমে ব্যাপক তুষারধসে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছে। নাথুলা পর্বতের কাছে এই তুষারধসে আরও অনেকে বরফের নিচে আটকে পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।


মঙ্গলবার (৪ এপ্রিল) এই তুষারধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। 

স্থানীয় সময় দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে তুষারপাত হয়। সেই সময় অন্তত ১৫০ জন পর্যটক ওই এলাকায় ছিলেন।

নাথু লা পাস চীন সীমান্তে অবস্থিত। এটি ভারতের একটি প্রধান পর্যটনকেন্দ্র । বিভিন্ন ভিডিওতে দেখা যায়, অনেক লোক উদ্ধার অভিযান চালাচ্ছে এবং আটকে পড়াদের বের করার চেষ্টা করছে।

আটকে পড়াদের মধ্যে প্রায় ২২ জনকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে দেড় ঘণ্টা বরফের নিচে চাপা পড়ে থাকা এক নারীকে উদ্ধার করা হয়েছে।

চলমান উদ্ধার অভিযানে সিকিম পুলিশের সঙ্গে ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং গাড়ির চালকরা যোগ দিয়েছেন বলে জানা যায়।

এন