tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪০ পিএম

যেকোনো ক্রান্তিকালে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি : ফখরুদ্দীন মানিক


861048_195

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক বলেছেন, ‘জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।’


বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায় বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা সেক্রেটারি কামাল উদ্দীন পাটোয়ারী সভাপতিত্বে উদ্ধার ও ত্রাণ তৎরতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক।

এ সময় ডা. ফখরুদ্দীন মানিক বলেন, ‘আমাদের দেশ নদীপ্রধান দেশ। তাই বন্যাসহ নানাবিধ প্রকৃতিক দুর্যোগের সাথেই আমাদের বসবাস করতে হয়। কিন্তু এবারের বন্যা প্রতিবেশীদের চাপিয়ে দেয়া। এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও। তাই বিপদে ধৈর্য হারালে চলবে না, বরং আল্লাহর উপর ভরসা রেখেই সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সহায় হবেন।’

তিনি বন্যাদুর্গতদের দুর্দশা লাগবে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আজ আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করছি। গণমানুষের জন্য আমাদের এই তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

তিনি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সম্ভব সবকিছু করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের রামপুরা থানার কর্মপরিষদ সদস্য মোহাম্মদ উল্লাহ আযাদ, তাসলীম আলম, রুকন হাফেজ ঈমাম হোসেন এবং স্থানীয় ইউনিয়ন আমির ও সেক্রেটারি, ছাত্রশিবিরের দাগনভূঁইয়া উপজেলার সভাপতি মহসীন মিরাজসহ স্থানীয় নেতারা।

ডা. মানিক তার সঙ্গীদের সাথে নিয়ে উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি