tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ১৯:২৫ পিএম

রংপুরে ছাত্রলীগের পদ পেতে দিতে হল লিখিত পরীক্ষা


,

রংপুরের বদরগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশীদের এবার লিখিত পরীক্ষা দিতে হয়েছে। এতে ছাত্রলীগের পদ প্রত্যাশী ৪১ জন অংশ নিয়েছেন।


গত (১৮ ডিসেম্বর) রোববার রাতে বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষার আয়োজন করে রংপুর জেলা ছাত্রলীগ।

কমিটি নিয়ে কোন্দল এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয় বলে দাবি জেলা ছাত্রলীগ নেতাদের।

সংগঠনটির নেতা-কর্মী ও পদ প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় ওই বিদ্যালয়ের মাঠে উপজেলা ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের পদ প্রত্যাশীরা জীবনবৃত্তান্ত জমা দিয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন।

৫০ নম্বরের এই লিখিত পরীক্ষায় নির্ধারিত সময় ছিল ৩০ মিনিট। ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ থেকে সব প্রশ্ন করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু এ উপজেলায় নয়, জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়েই নেতৃত্ব বাছাই করব।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন-শিখতে পারবেন। এ পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হল।

এমআই