tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪২ পিএম

জাকিরের পর সাদমানের বিদায়, ছন্দপতন বাংলাদেশের


image-292191-1726912756

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ৫১৫ রানের পাহাড় সমান লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। জবাব দিতে দুর্দান্ত শুরু করেন জাকির হাসান এবং সাদমান ইসলাম। কিন্তু এই দুই ওপেনার আউট হলে ছন্দ হারায় টাইগাররা।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান। নাজমুল হাসান শান্ত ২০ রান এবং মুমিনুল হক ৪ রানে ব্যাট করছেন। ভারতের থেকে ৪১৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম। দুজনের মিলে ৬২ রানের জুটি গড়েন। তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই।

৪৭ বলে ৩৩ রান করে জাকির আউট হলে, ৬৮ বলে ৩৫ রান করে তাকে সঙ্গ দেন সাদমান। এতে দলীয় ৮৬ রানে ২ উইকেট হারিয়ে ছন্দ হারায় বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন শান্ত।

এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৪ রান।

এমএই