tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২২, ২১:২০ পিএম

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু


সড়ক

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর বাজারে কুকুরকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী সিএনজি অটোরিক্সা একটি দোকানে ঢুকে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা মহিমাগঞ্জ যাওয়ার পথে কোচাশহর বাজার এলাকায় আকষ্মিকভাকে একটি কুকুর রাস্তার মাঝখানে চলে আসে। এসময় সিএনজি অটোরিক্সার চালক আব্দুল কাফি কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে সিএনজি অটোরিক্সাটি। এতে সিএনজি অটোরিক্সার চালক আব্দুল কাফি গুরুতর আহত হয়।

স্থানীয়রা কাফিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শরীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহত সিএনজি অটোরিক্সার চালক আব্দুল কাফি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

এমআই