tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৮ জানুয়ারী ২০২৪, ২১:০৪ পিএম

হাজিদের থাকার জন্য চার হাজার ভবনকে লাইসেন্স দেবে সৌদি


hajj-2024-20240128204620

আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় ২০ লাখ হাজির থাকার ব্যবস্থার পরিকল্পনা সাজাচ্ছে সৌদি আরব। মক্কার মেয়রের দপ্তরের মুখপাত্র ওসামা জায়াতুনি এ তথ্য জানিয়েছে।


তিনি বলেছেন, মক্কা সিটির মেয়র দপ্তর এবার চার হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে। যেগুলোতে ৫ লাখ রুম থাকবে। আর এসব রুমে থাকবেন ২০ লাখ হাজি। ইতিমধ্যে এক হাজার ভবনকে লাইসেন্স দেওয়াও হয়েছে।

সৌদির টিভি চ্যানেল আল এখবারিয়াকে মক্কার এ কর্মকর্তা আরও জানিয়েছেন, তারা আশা করছেন, গত বছরের তুলনায় এ বছর হাজির সংখ্যা আরও বাড়বে।

গত বছর ১৮ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন। বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দেওয়ার পর— গেলো বছরই কোনো বিধিনিষেধ ছাড়া হজ পালিত হয়।

পবিত্র নগরী মক্কায় হাজিদের থাকার লাইসেন্স চেয়ে অনেক আবেদন আসছে বলেও জানিয়েছেন তিনি। এই আবেদন রজব মাসের শেষ পর্যন্ত নেওয়া হবে। ইংরেজি বছর অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি রজব মাস শেষ হবে।

এদিকে এবার হজে হাজিদের থাকার জায়গার নিয়ম-কানুনে পরিবর্তন আনা হয়েছে। আগে নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ থাকত। তবে এবার যেসব দেশ আগে হজের প্রক্রিয়া শেষ করবে সেসব দেশের হাজিরা যথাযোগ্য স্থানে থাকার সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব।

এমএইচ