tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৪, ০৯:৩৮ এএম

ঘরে বসে ভোট দিলেন পুতিন


image-785630-1710629577

প্রেসিডেন্ট নির্বাচন চলছে রাশিয়ায়। এবারের নির্বাচনেও অপ্রতিরোধ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের নির্বাচনে পুতিন ভোটকেন্দে যাননি। ঘরে বসে অনলাইনেই নিজের ভোট দিয়েছেন।


শনিবার ক্রেমলিনের প্রকাশিত ছবিতে পুতিনকে কম্পিউটারে ভোট দিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে হাত নাড়তে দেখা গেছে। শুক্রবার শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে তিন দিন পর্যন্ত। এই ভোটের ফলাফল যাই হোক, ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন ভ্লাদিমির পুতিন এটাই প্রত্যাশিত।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদন অনুসারে, পুতিনের ইলেকট্রনিক মাধ্যমে ভোট দেওয়ার ঘটনা এই প্রথম নয়। তবে প্রেসিডেন্ট নির্বাচনে এই প্রথম অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন রাশিয়ার প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলে এভাবে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এনএইচ