মাদারীপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত
Share on:
মাদারীপুরের ডাসারে শুক্রবার (১ নভেম্বর) রাতে যাত্রীবাহী মাইক্রোবাস এবং মাহিন্দ্রের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই চালকসহ অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার কাঠালতলা বাজারের চৌরাস্তা মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাস দক্ষিণ দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই গাড়ি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়।
আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক মো. রায়হান (৩০), মাহিন্দ্রার চালক লোকমান (৩৭) এবং মো. হোসেন (৪২) সহ আরও ৬ জন যাত্রী রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, অনেক আহতকে তিনি চিনেন না। তবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা তুহিন মৃধা জানিয়েছেন, দুর্ঘটনার সময় রাস্তার ওপর বালু থাকার কারণে দুই গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাইক্রোবাসের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে মনে হচ্ছে।
এ ঘটনায় আহতদের চিকিৎসা চালু রয়েছে এবং কিছু গুরুতর আহতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনএইচ