tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৪ এপ্রিল ২০২২, ১৩:১০ পিএম

নাইজেরিয়ায় তেল শোধনাগার বিস্ফোরণ, শতাধিক মৃত্যু


নাইজেরিয়া

নাইজেরিয়ার নদী রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০০ জনেরও অধিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা ও একটি পরিবেশবাদী গ্রুপ এ তথ্য জানিয়েছে।


দেশটির তেল সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া শনিবার জানান, ‘একটি অবৈধ বাঙ্কারিং সাইটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০০ জনেরও অধিক মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন।’

নাইজেরিয়ায় বেকারত্ব ও দারিদ্র্য নিরসনে অবৈধ তেল শোধন একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু এর একটি মারাত্মক পরিণতি রয়েছে। এই প্রক্রিয়ায় প্রধান তেলকোম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করে অস্থায়ী ট্যাঙ্কে পরিশোধিত হয়।

বিপজ্জনক এই প্রক্রিয়ায় মারাত্মক দুর্ঘটনা ঘটে। যা ইতোমধ্যেই কৃষি জমি ও উপহ্রদগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।

ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানায়, বেআইনি জ্বালানি কেনার জন্য লাইনে থাকা বেশ কয়েকটি গাড়ি বিস্ফোরণে পুড়ে গেছে। সূত্র: আলজাজিরা।

এইচএন