তাপমাত্রা ১১ ডিগ্রি, পৌষের শীতে কাঁপছে মানুষ
Share on:
বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে হিলিসহ আশেপাশের এলাকাগুলোতে প্রতিদিন তাপমাত্রা কমতে শুরু করেছে।
বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে হিলিসহ আশেপাশের এলাকাগুলোতে প্রতিদিন তাপমাত্রা কমতে শুরু করেছে। কয়েক দিন ধরে জেলায় ১০-১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
এ অঞ্চলে বিকেল থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার পাশাপাশি উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস বইছে। তীব্র শীতে বিপাকে পড়েছে খেটেখাওয়া মানুষ।
জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। সেই সঙ্গে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশকের কারিগররা।
দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো সাবধানে যাতায়াত করছে। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জেলায় আজ সোমবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৮৪ শতাংশ।
সেই সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।
তিনি আরও জানান, দিন ও রাতের তাপমাত্রার বেশ পার্থক্য থাকছে। রাতে ও সকালে তাপমাত্রা কমে যাচ্ছে। আবার দিনের মধ্যভাগে থাকছে রোদের তাপ।
এইচএন