tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৪, ১৫:৪৬ পিএম

মহিলা বিভাগের রুকন ফজিলাতুন্নেসার মৃত্যুতে জামায়াতর শোক


download (1)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পূর্ব থানার মহিলা বিভাগের রুকন ফজিলাতুন্নেসা গত ৩০ মার্চ সন্ধ্যা ৬ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করিয়াছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা কুমিল্লায় কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও এতিমখানায় ৩০ মার্চ রাত সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয় এবং পরে তাকে কুমিল্লাহর মুরাদ নগরের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও গুলশান পূর্ব থানার আমীর আবু জুনায়েদ ও থানা মজলিসে শূরা সদস্য আব্দুল মোতালেব মঈন, মাওলানা ওমর ফারুক, আবু দোয়া ও মো: টিপলু প্রমূখ।

রবিবার ( ৩১মার্চ )ফজিলাতুন্নেসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

শোকবাণী

এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুমা ফজিলাতুন্নেসা ছিলেন ইসলামী নারী আন্দোলনের একজন অগ্রসৈনিক। তার ইন্তিকালে আমরা নিবেদিতা প্রাণ দায়িত্বশীলা এবং একজন দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের তাওফিক কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি//এমএইচ