tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২২, ১০:১২ এএম

ব্রিটেনের অর্থমন্ত্রী বরখাস্ত


6

কাওয়াসি কাওয়ারতেং মাত্র ছয় সপ্তাহ দায়িত্ব পালনের পরই যুক্তরাজ্যে অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হলেন।


দায়িত্ব নেওয়ার পর তিনি একটি মিনি বাজেট ঘোষণা করেন। এর প্রভাবে যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিতে ধস নামে। ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের রেকর্ড দরপতন হয়। এ মিনি বাজেটের প্রভাবে দেশটিতে মর্গেজের দামও বৃদ্ধি পায়।

এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মাত্র ৬ সপ্তাহের মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেং দুইজন মিলে এ মিনি বাজেট ঘোষণা করেছিলেন। যার মধ্যে ছিল বড় ধরনের কর ছাড়ের বিষয়ও।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন অর্থমন্ত্রী কাওয়াসি । সেখান থেকে শুক্রবার দ্রুত ফিরে আসেন তিনি। জানা গিয়েছিল, তার ঘোষিত মিনি বাজেট বাতিল করে দেওয়া হবে। এ নিয়ে কথা বলতেই দ্রুত ফিরে আসেন এবং বরখাস্ত হওয়ার খবর পান।

প্রসঙ্গত, ১৯৭০ সালে মাত্র ৩০ দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইয়ান ম্যাকলিয়ড। তিনি দায়িত্ব পাওয়ার ৩০ দিনের দিন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। যা অর্থমন্ত্রী হিসেবে কোনো ব্যাক্তির সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করার রেকর্ড। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

এন