tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২২, ১৮:০০ পিএম

টি-টোয়েন্টিতে অনিশ্চিত মুশফিক


মুশফিক

ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পাওয়ায় টি-টোয়েন্টিতে মুশফিকের খেলা হবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়।


আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ শুরুর আগে আজ (বুধবার) মিরপুরে অনুশীলন করে বাংলাদেশ দল। সকালে নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে হাতে ব্যথা পান দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

ডান হাতের বুড়ো আঙ্গুলে পাওয়া চোটের জায়গায় স্ক্যান করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অবশ্য বলা হয়েছে রিপোর্টে চিন্তিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। তবে অপেক্ষা করতে হচ্ছে মুশফিকের খেলা বা না খেলা নিয়ে।

বিসিবির মেডিক্যাল বিভাগ জানায়, হাতে ব্যথা পাওয়ার পর আমরা স্ক্যান করিয়েছি। কোনো সমস্যা ধরা পড়েনি। তবে রাত পর্যন্ত অবজারভেশনে থাকবে। রাত পর্যন্ত ব্যথা কেমন থাকে সেটা দেখতে হবে। প্রথম ম্যাচ খেলানো বা না খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।

টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়, আমরা অবজারভেশনের পর পাওয়া রিপোর্টের অপেক্ষায় আছি। ব্যথা কমলে খেলতে পারবে। তবে এখনো ফোলা বোঝা যাচ্ছে না। এই ধরণের চোটে সাধারণ ২৪ ঘণ্টা পর ফোলা বোঝা যায়। আমরা এখন সেই অপেক্ষায় আছি।

এমআই