tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৯ জুলাই ২০২৩, ১৭:৫৯ পিএম

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩৪


0

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।


বুধবার (১৯ জুলাই) স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

দেশটির ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর ৪টার দিকে রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের তামানরাসেত শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।

বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসের ৩৪ যাত্রী পুড়ে মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার পর আগুন ধরে যাওয়া বাসটি পুড়ে গেছে। তবে দুর্ঘটনায় আহতদের ব্যাপারে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আলজেরিয়ায় প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯০৭ জনের প্রাণহানি ঘটেছে।

এন