tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৪, ১৪:৪৫ পিএম

‘সরকারও নির্বাচন চায়, তবে আগে সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে’


Rijwana_20241111_135842396

গণঅভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি- এমন দাবি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন অন্তর্বর্তী সরকারও চায়, তবে এর আগে সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সরকারই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে কিনা তা বলা যাবে সুপারিশ জমা হওয়ার পর।

তিনি আরও বলেন, ডিসেম্বরে সংস্কার কমিশন সুপারিশ জমা দেবে। এই সরকারের তিন মাস হয়েছে মাত্র। রাজনৈতিক দলগুলোও এখনই নির্বাচন চাচ্ছে বলে মনে হয় না।

এর আগে তিনি জানান, অবৈধভাবে শেখ মুজিব জনপ্রশাসন একাডেমির জন্য কক্সবাজারে ৭০০ একর বনভূমি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরিবেশ মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে ভূমি মন্ত্রণালয় এই বরাদ্দ বাতিল করেছে।

এনএইচ