টাইগারদের বাজে ফিল্ডিং, হতাশ পাপন
Share on:
আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল টিম বাংলাদেশের। ব্যাটিং, ফিল্ডিং কিংবা বোলিং- কোনো বিভাগেই বাঘের গর্জন শোনা যায়নি।
বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৫ রান করে টাইগাররা। এই ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে মাহমুদউল্লাহর দলকে হারিয়েছে আফগানিস্তান।
অপরদিকে পুরো সিরিজ জুড়ে ক্যাচ মিসের মহড়া দেখিয়েছে টাইগাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টির পাঁচ ম্যাচে ৯টি ক্যাচ মিস করে টাইগাররা। মাহমুদউল্লাহদের এমন পারফরম্যান্সে হতাশ বিসিবিবস নাজমুল হাসান পাপন।
পাপনের মতে, মিরপুর শেরে বাংলায় শনিবারের ম্যাচে টাইগারদের শরীরীভাষা দেখে মনে হচ্ছিল ওরা খেলার মধ্যেই ছিল না।
তিনি বলেন, মাত্র ১১৫ রান নিয়ে আপনি ফাইট দেবেন কীভাবে? ১৩০ থেকে ১৪০ রান হলেও একটা ফাইট দেওয়া যেতো। এরপরও হতেই পারে, একদিন তো হারতেই পারি। তবে ম্যাচে স্বাগতিকদের ক্যাচ মিসের মহড়া নিয়ে ভীষণ হতাশ বিসিবিবস।’
তিনি আরও বলেন, ‘একটা ম্যাচে তিন থেকে চারটা সহজ ক্যাচ ফেলে দেওয়াটা দেখতে খুব বাজে লাগে। হারা-জেতা বড় কথা নয়, যে সমস্ত ক্যাচ ফেলেছে এতে মনে হচ্ছিল না, ওরা খেলার মধ্যে রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।’
এইচএন