tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৫ জুন ২০২২, ১৫:২৮ পিএম

বাঙালিদের কেউ দাবিয়ে রাখতে পারেনি, পারবে না : শামীম ওসমান


শামীম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বাঙালিদের কেউ দাবিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগ নয়, দেশের সম্পদ, আপনাদের সম্পদ। সামনে ষড়যন্ত্র আসছে, সবাই প্রস্তুত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালি জাতিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে আজ প্রধানমন্ত্রী তা দেখিয়ে দিয়েছেন।


শনিবার (২৫ জুন) সকালে নারায়ণগঞ্জের সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, সামনে ষড়যন্ত্র আসছে, সবাই প্রস্তুত থাকুন, এক থাকুন। অনেকেই এখন গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলেন। যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেন, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয়েছিল। সেখানে স্বজনদের কাছে তাকে যেতেও দেওয়া হয়নি। ১৬ জুন আমাদের ওপর বোমা হামলা হয়েছিল। নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে স্বাধীনতা বিরোধীদের প্রবেশ নিষেধ করায় আমাকে দেখে নেওয়া হবে বলা হয়েছিল। এরপর আমার ওপর বোমা হামলা হলো। হামলার পর আহত অবস্থায় শুধু একটা কথাই বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান।

প্রসঙ্গত, সেতু উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সকালে র‌্যালি করেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর শান্তির প্রতীক পয়রা ও বেলুন উড়িয়ে সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলা। এরপর আতশবাজি ফুটিয়ে আনন্দ ও উল্লাস করেন উপস্থিত সকলে।

এ সময় উপস্থিত ছিলেন- পাট ও বস্ত্রমন্ত্রী গোলম দস্তগীর গাজী (বীর প্রতীক), লিয়াকত হোসেন খোকা এমপি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার হোসেন প্রমুখ।

এমআই