হত্যার উদ্দেশে খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না: রিজভী
Share on:
হত্যার উদ্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ‘মজনু মুক্তি পরিষদ’।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে ফকিরাপুল ঘুরে আবার নয়াপল্টনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
রিজভী বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্দেশে সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এখন তাকে হত্যার উদ্দেশে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে খালেদা জিয়া ও রফিকুল আলম মজনুসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন।
এমবি