রাশিয়ার ১১ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Share on:
এবার রাশিয়ার দুই প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় শিশুদের অপহরণ, বাস্তুচ্যুত এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৫ আগস্ট) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গর্ভনরের এক উপদেষ্টা, কালুগা ও রোস্তভ অঞ্চলের চিল্ডেন রাইটসের কমিশনার ও চেচেন রিপাবলিকের সরকারব্যবস্থার চেয়ারম্যান রয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় আর্টেক নামে শিশুদের একটি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা।
ওই কর্মকর্তারা শিশুদের দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে সেখানে আটকে রেখেছেন। এমনকি শিশুদের নিজ দেশে ফিরতেও তারা বাধা দিচ্ছেন।
প্রসঙ্গত, গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ চিল্ডেন কমিশনার মারিয়া লভোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত।
তাদের বিরুদ্ধে ইউক্রেন আগ্রাসনে শিশুদের বিপরীতে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।
এন