tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৩, ১০:২৮ এএম

ফ্লাইওভার থেকে বাস ছিটকে নিচে পড়ে নিহত ২১


image-242287-1696387654

ইতালিতে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস ছিটকে নিচে পড়ে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে ভেনিসের কাছে একটি ফ্লাইওভারের ব্যারিয়ার ভেঙে পর্যটকবাহী ওই বাসটি নিচে পড়ে যায়। বাসটি ছিটকে নিচে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। এতেই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন বলে জানিয়েছেন সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি। এ ছাড়া দুর্ঘটনায় যে ১৮ জন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

এদিকে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস পড়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এনএইচ