tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৫ জুন ২০২৩, ১৪:৩৬ পিএম

একটি করে হলেও গাছ লাগাতে বললেন প্রধানমন্ত্রী


7

দেশের প্রতিটি মানুষকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে যেখানে পারেন তিনটি করে গাছ লাগান, তা যদি না পারেন অন্তত একটি করে গাছ লাগান।


সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীদের গাছ লাগাতে ভূমিকা রাখার আহ্বানও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‌‘ছাত্রছাত্রীদের আমি বলব, প্রত্যেকে যার যার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব জায়গায় গাছ লাগাতে পারেন। স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে বাউন্ডারি ওয়াল দেওয়া থাকে, ওয়ালের সঙ্গে সঙ্গে আপনারা গাছ লাগান; দেখতেও সুন্দর লাগবে, পরিবেশও রক্ষা পাবে।’

‘পরিবেশ মেলা-২০২৩’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা ২০২৩’ এর উদ্বোধন উপলক্ষে সোমবার সকালে গণভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃক্ষরোপণ শেষে তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের ক্ষতি থেকে দেশকে রক্ষায় কাজ করছে সরকার।

বর্তমান বিশ্ব মন্দা পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় ১৯৮৫ সাল থেকে আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে বলেও জানান শেখ হাসিনা।

এবি