tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ এএম

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়


860448_183

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেয়েছিলেন এমবাপ্পে। তবে এরপর আরো তিনটা ম্যাচ খেলেও পাননি জালের দেখা। তবে এবার ফুরিয়েছে অপেক্ষা। খরা কাটানোর ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। তার দলও পেয়েছেন জয়।


জোড়া গোল করেই লা লিগায় গোলের দরজা খুললেন কিলিয়ান এমবাপ্পে। তার গোল দুটোফে ভর করে রোববার রাতে রিয়াল বেতিসকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যূতে লস ব্লাঙ্কোজদের জয় ২-০ গোলে।

নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে শুরুটাও দারুণ করেছিলেন এমবাপ্পে। অভিষেক ম্যাচে উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ে গোলও পেয়েছিলেন। তবে লা লিগায় তার গোল না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল বেশ। তিন ম্যাচ খেলেও পাননি গোলের দেখা।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম ১০ মিনিটে তিন দফায় তাদের রক্ষণে ভীতি ছড়ায় বেতিস। এই সময়ে তেমন কিছুই করতে পারেনি স্বাগতিকরা। প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ২০তম মিনিটে। তবে রদ্রিগোর কর্নারে মিলিতাওয়ের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক।

২৪তম মিনিটে দারুণ সুযোগ পান এমবাপ্পে। ফেদেরিকো ভালভের্দের পাস বক্সে পেয়ে কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি সাবেক পিএসজি ফরোয়ার্ড। ৪০তম মিনিটে আরো একটা সুযোগ মিস করেন এমবাপ্পে। ভিনিসিউস জুনিয়রের সাজানো বলে পা ছোঁয়াতে পারেননি তিনি।

বিরতির পরও চলতে থাকে একের পর এক গোল মিসের মহড়া। ৫০ ও ৬৩তম মিনিটে আরো দু'বার সহজ সুযোগ মিস করেন এমবাপ্পে। একটা সময় মনে হচ্ছিলো, হয়তো ভাগ্য আজও সাথে নেই তার। তবে সেই ধারণা ভুল প্রমাণ করতে সময় নেয়নি এমবাপ্পে।

৬৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় মাদ্রিদ। বাঁ দিকে প্রতিপক্ষের বাধা এড়িয়ে বক্সের বাইরে ভালভের্দেকে খুঁজে নেন রদ্রিগো। ভালভের্দের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এমবাপ্পে।

৭৫ মিনিটে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিউসকে বেতিস গোলরক্ষক ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।

৮৪ মিনিটে এমবাপ্পেকে তুলে লুকা মদ্রিচকে মাঠে নামান কোচ আনচেলত্তি। এরপর অবশ্য বাকি সময়ে বলার মতো আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। বেতিসও পারেনি ব্যবধান কমাতে। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোজরা।

৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে এখন রিয়াল। লিগে এখনো পর্যন্ত চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

এফএইচ