tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৩ জানুয়ারী ২০২২, ১৭:১৭ পিএম

ইউক্রেনে রুশপন্থীকে ক্ষমতায় বসানোর চক্রান্ত চলছে: যুক্তরাজ্য


রুশ.jpg

পশ্চিমা বিশ্বে ইউক্রেন ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ করলো যুক্তরাজ্য।


পশ্চিমা বিশ্বে ইউক্রেন ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ করলো যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের অভিযোগ, ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে ষড়যন্ত্র করছে।

গতকাল শনিবার (২২ জানুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে। 

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ইউক্রেনের সাবেক আইনপ্রণেতা ইয়েভহেন মুরাইয়েভকে কিয়েভে সম্ভাব্য রুশপন্থী সরকারের প্রধান হিসেবে বিবেচনা করছে রাশিয়া। যুক্তরাজ্যের দাবি, তাদের কাছে এ সংক্রান্ত তথ্য আছে। 

এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস এক টুইট বার্তায় বলেছেন, ইউক্রেনে রুশপন্থী নেতৃত্বকে ক্ষমতায় বসাতে ক্রেমলিনের চক্রান্ত কোনোভাবেই সহ্য করবেন না।

ক্রেমলিন জানে যে সামরিক অনুপ্রবেশ কৌশলগতভাবে একটি বড় ভুল হবে। তার জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। 

যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ইউক্রেনের বেশ কয়েকজন সাবেক রাজনীতিকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রুশ গোয়েন্দা সংস্থাগুলো ।

রুশ গোয়েন্দারা ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

তবে যুক্তরাজ্যের এমন দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। এছাড়া রাশিয়া বারবার দাবি করছে, ইউক্রেনে তাদের আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই। 

এদিকে এমন উত্তেজনার মধ্যে গতকাল শনিবার ইউক্রেনে প্রায় ৯০ টন সামরিক সহায়তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি। 

এইচএন