tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আইন আদালত প্রকাশনার সময়: ১২ জানুয়ারী ২০২৪, ১৬:০৯ পিএম

ঢাকা ক্লাবের ইজিএম স্থগিত: বিকেলে চেম্বার আদালতে সিদ্ধান্ত


dhak-20240112153019

ঢাকা ক্লাব লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে ক্লাবের করা আপিলের বিষয়ে শুনানি হবে চেম্বার জজ আদালতে।


শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

প্রধান বিচারপতির অনুমতি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালত বিকেল ৫টায় বসবে।

ক্লাবের আইনজীবী অ্যাডভোকেট শেখ আলওসাফুর রহমান বুলু জাগো নিউজকে বলেন, ঢাকা ক্লাবের একজন সদস্যকে আগে চিঠি দেওয়া হয়েছে। সে চিঠি পেয়েছেন গত মাসের ২৮ ডিসেম্বর। কিন্তু চিঠি পাওয়ার পর উচ্চ আদালতে আবেদন করেন। ওই আবেদনে শুনানি নিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হাইকোর্টের কোম্পানি কোড বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ ঢাকা ক্লাবের সাধারণ সভা স্থগিত করে আদেশ দেন।

আইনজীবী বলেন, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছি। আপিলের বিষয়ে শুনানি করতে গেলে গতকাল কোর্টের সময় শেষ হয়ে যায়। পরে আমরা প্রধান বিচারপতির অনুমতি নিয়ে আজ বিকেলে চেম্বার জজ আদালতে ডাকা ক্লাবের নির্বাচন সংক্রান্ত সাধারণ সভার বিষয়ে শুনানির প্রস্তুতি নিয়েছি।

ঢাকা ক্লাবের ইজিএম ১৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় হওয়ার কথা ছিল। এর আগে ইজিএমের নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা নিয়ে ক্লাবের সদস্য কোম্পানি আইনে হাইকোর্টে আবেদন করেছিলেন।

এনএইচ