tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ২০:০৬ পিএম

মূল্যবোধে আমরা অনেকের চেয়ে এগিয়ে : তথ্যমন্ত্রী


তথ্য

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা অর্থনৈতিকভাবে এখন আর দরিদ্র নই, তবু অনেকের চেয়ে পিছিয়ে। কিন্তু, সামাজিক ও পারিবারিক বন্ধন এবং মূল্যবোধে আমরা অনেকের চেয়ে এগিয়ে।’


রোববার (১৭ ডিসেম্বর)রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) আয়োজিত ‘বিজয়ের ৫২ বছর’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন,বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটি সামাজিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, দরিদ্র্য জনগোষ্ঠীর জন্য মাতৃত্বকালীন ভাতাসহ নানা ধরণের ভাতা চালু করেছেন। এভাবে দেশকে আমরা একটি মানবিক, সামাজিক ও কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে চাই। যেখানে সমস্ত আর্তপীড়িত, দরিদ্রদের দায়িত্ব রাষ্ট্রগ্রহণ করবে।’

তথ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে চলছে। এখন জিডিপিতে আমরা বিশ্বের ৩৫তম, আর পিপিপিতে ৩১তম অর্থনীতির দেশ। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ ২৫ কিংবা ২৭তম অর্থনীতির দেশে রূপান্তরিত হবে।

এসএম