জয় পেতে রংপুরের সামনে বড় লক্ষ্য
Share on:
প্লে-অফের সেরা দুইয়ে টিকে থাকতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেট হারিয়ে করেছে ১৭৭ রান।
লিটন দাস এবং খুশদিল শাহের ব্যাটে ভর করে বড় রানের পুঁজি পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। খুশদিল শেষ পর্যন্ত ৪০ রানে অপরাজিত থাকেন। রংপুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।
টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ভালো শুরু করেন লিটন দাস। দলীয় ৪৩ রানের মাথায় ব্যক্তিগত ২৩ রান করে ফেরেন রিজওয়ান। অন্য প্রান্তে ব্যাট হাতে রীতিমত তান্ডব চালাতে থাকেন লিটন। তিনে ব্যাট করতে নামা সুনীল নারিন (৮) এবং চারে নামা ইমরুল কায়েস ফেরেন (১৯) রানে। ব্যক্তিগত ৪৭ রানে ফিরে যান লিটনও।
পরবর্তীতে জাকের আলি এবং খুশদিল শাহ বড় জুটি গড়েন। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করেই বড় রানের পথেই এগোতে থাকে কুমিল্লা। তাদের ৭২ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। ব্যক্তিগত ৩৪ রানে ফেরেন জাকের। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে কুমিল্লার ইনিংস থামে ১৭৭ রানে।
এমআই