tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৩ জুন ২০২৪, ২১:২৪ পিএম

খুলে দেওয়া হলো সিলেটের সব পর্যটনকেন্দ্র


sylhet-20240623201622

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় একে একে খুলে দেওয়া হয়েছে সিলেটের সব পর্যটনকেন্দ্র।


রোববার (২৩ জুন) সকালে প্রথমে সিলেটের গেয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র এবং বিকালে কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ ও জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটে চলতি মৌসুমে বন্যা পরিস্থিতি অবনতির পর দুই দফা পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৩০ মে সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে বন্যা পরিস্থিতির উন্নতি হলে ৭ জুন থেকে সিলেটের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়।

তবে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হলে ১৮ জুন থেকে আবারও সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার (২৩ জুন) সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এমএইচ