tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৫ অগাস্ট ২০২৩, ১৮:০৪ পিএম

বায়তুল মোকাররমে সাঈদী সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া


baitul-mokarram

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার দাবিতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভরতদের সরিয়ে দিয়েছে পুলিশ। এর আগে সেখানে সাঈদী সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে সাঈদীর গায়েবানা জানাজা করার উদ্যোগ নেন তার সমর্থক ও জামায়াত–শিবিরের নেতাকর্মীরা। তখন সেখানে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত চলছিল। এ কারণে জানাজা শুরু করতে চাইলে বাধা দেন উপস্থিত আওয়ামী লীগ কর্মীরা। এ নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সাঈদী সমর্থকরা মসজিদের উত্তর ফটকে এসে বিক্ষোভ শুরু করেন এবং গায়েবানা জানাজার দাবি জানান। তখন পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।

পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া সমকালকে বলেন, শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দোয়া মাহফিল চলছিল। এর মধ্যে তারা জানাজা শুরুর চেষ্টা করলে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

এদিকে যুদ্ধাপরাধী জামায়াত নেতা সাঈদীর সমর্থকরা আবার গায়েবানা জানাজা করার দাবি তুললেও অনুমতি দেয়নি পুলিশ।

এমবি